অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি বলেছেন, দেশে আজ উন্নয়নের জোয়ার এসেছে। এখন আর কেউ না খেয়ে রাত্রি যাপন করে না। শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে। তিনি রবিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কমপ্লেক্সে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক বিতরন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি এ সময় সম্প্রতি ভবেরচর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ জন দোকান মালিকের হাতে ৩০ হাজার টাকা করে চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলা সহকারী অফিসার (ভূমি) মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব ভুইয়া, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান কেএম গিয়াসউদ্দিন, গজারিয়া উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক মোশারফ হোসেন মিন্টু প্রমূখ।

জনকন্ঠ

Leave a Reply