ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কার্ভারভ্যান ও পিকআপের সংর্ঘষে নিহত-২

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকাপের ড্রাইভার সহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার হয়েছে।

নিহত হলেন পিকাপভ্যানের চালক মোঃ আব্দুর রহমান(৩২) সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কেবল নগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে, ও হেলপার আব্দুল কাদের(১৮) সে টাংঙ্গাইল জেলার কালিহাতি থানার বেড়িপটল এলাকার আব্দুর সোবহান মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যানের হেলপার শহিদুল ইসলাম(২৫)কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় ভবেরচর হাইওয়ে ফাঁড়ীর সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া উজানভাটি হোটেলের সামনে ঢাকা মুখি একটি পিকাপকে একটি কার্ভারভ্যান পেছন থেকে ধাক্কা দিলে পিকাপটি উল্টে গিয়ে ঘটনাস্থলে পিকাপের ড্রাইভার ও হেলপার নিহত হয়।

এঘটনায় কাভারভ্যানের হেলপার গুরুতর আহত হয়েছেন। নিহতের স্বজনদের কাছে দুপুর ২ টায় মরদেহ গুলো হস্তান্তর করা হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply