ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে বর্জ্য

দেশের দীর্ঘতম নদী ধলেশ্বরী অন্যতম মেঘনা, পদ্মা বেষ্টিত মুন্সীগঞ্জ জেলা।এই মেঘনা, ধলেশ্বরী ও পদ্মা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ সব ধরনের মাছ পাওয়া যেত। যা দিয়ে জেলার মানুষ মাছের চাহিদা নিবারন করত। এই নদীতে মাছ ধরে হাজারও জেলে পরিবার জীবিকা নির্বাহ করিত। কিন্তু আজ মাত্র কয়েক বছরের ব্যবধানে মুন্সীগঞ্জের কিছু প্রভাবশালী ব্যবসায়ী নদীর তীর ঘেষে রাইস মিলসহ বিভিন্ন কলকারখানা প্রতিষ্টা করেছে।

তাছাড়া মুক্তারপর ব্রিজের পশ্চিমপাশে নদীতে বাঁশ দিয়ে বেঁড়া দিয়ে বালু ফেলে ভরাট করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রতিযোগিতামূলক ভাবে দেশের দীর্ঘতম মেঘনা অববাহিকার ধলেশ্বরী অংশের হাটলক্ষীগঞ্জ,নয়াগাও,মুক্তারপুর,মালির পাথর, ফিরিঙ্গি বাজার ও মিরকাদিম এলাকায় নদীতে ফেলা হচ্ছে কলকারখানার বর্জ্য।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply