টঙ্গীবাড়ী উপজেলার কালিবাড়ী এলাকা হতে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ওই স্কুল ছাত্রীর মা নুরুন নাহার বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ী থানার মামলা নং ৭(৭)১৬ দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নয়না গ্রামের ইউনুছ শেখের মেয়ে যশলং গণি করিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আফরিন আক্তার লিজা নিজ বাড়ি হতে কালিবাড়ী যাওয়ার পথে সাগরসহ ২/৩ জন অজ্ঞাতনামা অপহরণকারী লিজাকে জোড় করে সিএনজিতে তুলে নিয়ে যায় বলে মামলার এজাহার সুত্রে জানাগেছে। সাগর সদর উপজেলার শিলই গ্রামের বখাটে যুবক এবং লিজাকে স্কুলে যাওয়া আসার পথে উত্যাক্ত করতো বলেও এজাহার সুত্রে জানাযায়।
টঙ্গীবাড়ী থানা এসআই তারেকউজ্জামান জানান, ভিকটিমকে উদ্ধার এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply