মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে মেঘনা নদীতে ডুবে তানহা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তানহার বাবা নসির উদ্দিন জানান, তিনি পরিবার নিয়ে এক আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে গ্রামে বেড়াতে এসেছেন। দুপুরে তানহা গ্রামের বাচ্চাদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় অন্য বাচ্চারা ছুটে এসে খবর দিলে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply