মুন্সীগঞ্জের ইউপি নির্বাচন
মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুনরায় ভোট গণনারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান এই রায় দেন।
গত ২৮ মে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী শহীদুজ্জামান জুয়েল বেসরকারিভাবে বিজয়ী হন।
তবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মর্জিনা বেগম ফলাফল স্থগিত করে পুনর্ভোট গণনা চেয়ে গত ৩১ মে হাইকোর্টে রিট আবেদন করেন।
ওই আবেদনের ভিত্তিতে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল ও শপথ স্থগিত করে ভোট পুনর্গণনার নির্দেশ দেন আদালত।
এনটিভি
Leave a Reply