শুভ ঘোষ: মুন্সিগঞ্জে কারা হেফাজতে যুবলীগ নেতা করিম খাঁনের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করেছে পঞ্চসার ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগ। শনিবার সন্ধ্যায় জেলার প্রবেশদ্বার মুক্তারপুর সেতুর ঢালুতে এ হত্যা কান্ডের দ্রুত বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় যুবলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী পুরষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। করিমের বিরুদ্ধে একই গ্রামের আবুবকর গেল ১০ জুলাই মুন্সিগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করেন । এই মামলার সূত্র ধরে করিমকে গ্রেফতার করেন পুলিশ। জেলার ফরিদুর রহমান রুবেল জানান, অসুস্থ অবস্থায়ই তারা করিমকে হাজতে রাখেন।
এর পর বুকে ব্যথা ওঠার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় ২২জুলাই ভোরে মারা যায় করিম। স্বজনদের দাবি পাওনা টাকা চাইতে গেলে করিমের বিরুদ্ধে সাজানো মামলা করেন আবুবক্কর।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply