জেলার পদ্মার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার নি্ম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পদ্মা তীরের নিচু বাড়িঘরগুলোতে এখন পানি উঠেছে। চর এলাকারও বহু বাড়িঘরে এখন বানের পানি।
পদ্মার ভাগ্যকূলে পয়েন্টে গত ২৪ ঘন্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এদিকে এই ২৪ ঘন্টায় মাওয়ায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে এখন বিপদ সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এতে লৌহজং, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলার সহ্রাধিক পরিবার পানিবন্দি হয়েছে। অনেক লিঙ্ক রোড তলিয়ে গেছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাসস
Leave a Reply