বন্ধুর মাথা ফাটিয়ে ভয়ে আত্মহত্যা করল কিশোরটি

বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় আল-আমিন (১৪)। খেলা চলাকালে বন্ধু শাকিলের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। একপর্যায়ে আল-আমিন ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করলে বন্ধু শাকিলের মাথা ফেটে যায়। এ ঘটনায় ভয়ে আত্মহত্যা করে আল-আমিন নামের ওই কিশোর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ গ্রামে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ছেলেরা দুই দলে বিভক্ত হয়ে ক্রিকেট খেলছিল। খেলা চলাকালে আল-আমিন ও শাকিলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আল-আমিন ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করলে বন্ধু শাকিলের মাথা ফেটে যায়। আহত শাকিলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, আহত বন্ধুর অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে রাত ৮টার দিকে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় আল-আমিন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালের কন্ঠ

Leave a Reply