মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আজ মঙ্গলবার জঙ্গী বিরোধী মানববন্ধন করেছে। এতে জেলা অধিকাংশ মুক্তিযোদ্ধা অংশ নেন। মুক্তিযোদ্ধারের এই মানববন্ধন শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য থেকে কৃষি ব্যাংক চত্ত্বর ছাড়িয়ে যায়। বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে রোদের মধ্যেই হাতে হাত ধরে অবস্থান নেন বীর এই সন্তানরা। জঙ্গীবাদকে ঘৃনা জানিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় শোভা পায় জঙ্গীবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন, জাতীয় পাতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান। এটি ছিল এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের স্মরণকালের বৃহত্তর মানববন্ধন।
মানববন্ধন চলাকালে আনিস-উজ-জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার এনামূল হক ও আলী আহম্মেদ বাচ্চু, সহকারী কমান্ডার মো. ইকবাল হোসেন, সাংগঠনিক কমান্ডার মো. জামাল হোসেন, সদর উপজেলা কমান্ডার এম এ কাদের মোল্লা, গজারিয়া উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা কমান্ডার শামসুল হক, সিরাজদিখান উপজেলা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, শ্রীনগর উপজেলা কমান্ডার গাজী সামসুদ্দিন, লৌহজং উপজেলা কমান্ডার মাহবুব উদ্দিন, মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার ডেপুটি কমান্ডর মো. শহীদ হোসেন।
বক্তরা সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গীবাদ নিমূলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের অগ্রগতি এবং বীরত্ব ছড়িয়ে পরায় মুক্তিযুদ্ধের বিরোধী চক্র আন্তর্জাতিক ষড়যন্তের মাধ্যমে এই জঙ্গীবাদ শুরু হয়েছে। বাংলার মাটিতেই এর কবর রচনা করা হবে।
জনকন্ঠ
Leave a Reply