মুন্সীগঞ্জে লৌহজংয়ে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি হনুমান। বৃহস্পতিবার দিনভর জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকায় এ হনুমানটি দেখা গেছে। স্থানীয়দের ধারনা হচ্ছে- বন্যার পানিতে ভাসতে ভাসতে হনুমানটি এখানে চলে এসেছে।
এলাকার আল-আমিন খান জানান, তার বাড়ির গাছে আসলে হনুমানটিকে বেশ কয়েকবার কলা খেতে দেওয়া হচ্ছে। তবে হনুমানটি ধরার জন্য কেউ চেষ্টা করেনি। কালো রংয়ের হনুমানটি এক নজর দেখার জন্য জড়ো হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা রাকিব খান জানান, গতকাল সকালে কান্দিপাড়া এলাকায় প্রথমে হনুমানটি দেখা যায়। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে সে।
জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবু তাহের জানান, মুন্সীগঞ্জে বানরের অস্তিত্ব থাকলেও হনুমানের অস্তীত্ব নেই। বিরল প্রজাতির এ হনুমানটি উদ্ধারের জন্য তিনি কাল শুক্রবার লৌহজং ছুটে যাবেন। তিনি বলেন- সিলেটের সুনামগঞ্জ ও যশোরে হনুমানের অস্তীত্ব রয়েছে কেবল মাত্র।
বিডিলাইভ
Leave a Reply