আরিফ হোসেন: শ্রীনগরে ২০ কেজি গাজা ও ৯ বোতল মদ সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালাসুর নতুন বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাসুর নতুন বাজার এলাকার তোতা সরদারের বাড়ী থেকে মাদক ব্যবসায়ী ঈমাম হোসেন (২২) ও মাসুম বিল্লাহ (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ী কুমিল্লা এলাকায়।
অপরদিকে গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিন পাইকসা গ্রামের নীলার ভিটা এলাকা থেকে আব্দুস সামাদ (৫৮), শফিকুল ইসলাম (৬৯), শিপু মিয়া (৫৫) কে দেড়শ গ্রাম গাজা সহ গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply