গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপের হেলপার নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসন (২২) নামে এক পিকাপের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পিকাপের চালক।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া শান্তিনগর এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে বাউশিয়া শান্তিনগর এলাকায় থেমে থাকা লবণ বোঝাই একটি ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকাপ ধাক্কা দেয়। এতে পিকাপটির সামনে দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই পিকাপের হেলপার নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন পিকাপের চালক। চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপারের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply