২৬ জেলা নির্বাচন কর্মকর্তাকে জিপ দিলো ইসি

মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে জিপ গাড়ি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অতীতের ধারাবাহিকতায় সোমবার (০৮ আগস্ট) ২৬টি গাড়ি সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, জাপান থেকে সরাসরি আমদানি করা মিতস্যুবিশি আউটল্যান্ডার (4WD SUV CBC Condition) জিপ গাড়ি দেওয়া হয়েছে। এর আগে ১৯ জেলায় গাড়ি সরবরাহ করা হয়। চলতি বছরেই আরও ১৯ জেলায় পর্যায়ক্রমে গাড়ি দেওয়া হবে।

তিনি বাংলানিউজকে জানান, প্রতিটি গাড়ির দাম প্রায় ৬৭ লাখ টাকা। এ অর্থ জিওবি ফান্ড (সরকারি তহবিল) থেকে জোগান দেওয়া হয়েছে। গাড়িগুলো আমদানি করেছে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

যেসব জেলায় গাড়ি দেওয়া হয়েছে এগুলোর হচ্ছে- পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, নওগাঁ, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply