বিয়ে করতে গিয়ে বর শ্রীঘরে

জেলার টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে শ্যামল হাওলাদার (৩০) অপ্রাপ্ত মেয়েকে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে গিয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালেকুজ্জামান ওই বরকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এর আগে শ্যামল বিয়ে করার জন্য বরযাত্রীসহ লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামে যান। ওই গ্রামের আক্তার শেখের অপ্রাপ্ত বয়স্কা কন্যা রাত্রী আক্তারের (১৬) সাথে বিয়ের কথা ছিলো তার।

পরিবারিকভাবে বিয়ের আয়োজন শেষে বরযাত্রী নিয়ে ওই বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীসহ মেয়ের মা বাবা পালিয়ে গেলেও বর শ্যামলকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বরকে এই কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্ব পশ্চিম

Leave a Reply