মুন্সীগঞ্জে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে বেকার নারীদের পোষাক তৈরি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে আরফিন সেন্টারে যুব উন্নয়ন অধিদপ্তর ও বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বেকার মানুষদের কর্মসংস্থানের লক্ষে যুব উন্নয়নের অধিদপ্তরের মাধ্যমে ব্যপক কর্মসূচী গ্রহন করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শত শত মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখছে। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুকী, বীরমুক্তিযোদ্ধা তৌহিদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর প্রমুখ। এই প্রশিক্ষণে প্রায় দু’শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেয় ।
জনকন্ঠ
Leave a Reply