আগস্ট আন্দোলন: বিচার হয়নি বিশ্ববিদ্যালয়ে হামলার

মুন্সীগঞ্জ থেকে আটক করে আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আমি জানি না। কারণ চোখ বাধা ছিল। যখন চোখ খোলে তখন আমার মনে হয়েছে সেটা কোনও অস্থায়ী সেনা ক্যাম্প। তিনদিন পর আমাকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। পরের দিন আদালতে হাজির করলে আমাকে পুলিশি রিমান্ডে দেওয়া হয়। কিন্তু আদালতে পরবর্তী হাজিরার আগ পর্যন্ত আমাকে ওই ক্যাম্প রেখে নির্যাতন করা হয়েছিল।’

কথাগুলো বলছিলেন সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের আগস্টের সময় সেনা সদস্যদের হাত নির্যাতনের শিকার হওয়া এঞ্জেল ডিন। ২০০৭ সালের ২০ ঢাবির খেলার মাঠের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ বাধে। এ সময় অনেক শিক্ষার্থী ও শিক্ষক নির্যাতনে শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে লন্ডন প্রবাসী এঞ্জেল বলেন, ‘দুই দফা আমার রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুইবারই আমাকে থানায় না নিয়ে চোখ বেধে অন্য কোথাও নেওয়া হয়েছিল। সেখানে থেকে আদালতে হাজিরার আগে নিয়ে যেতো। তারা আমার ওপর যে নির্মম নির্যাতন করেছিল তা অবর্ণনীয়!’

২০০৭ সালের ওই হামলার ঘটনায় ২০১২ সালে সংসদীয় কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের ১৩টি সুপারিশের একটিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি গত চার বছরে। দেশব্যাপী সেই সহিংসতার ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক রিকশাচালক আনোয়ার হত্যার কোনও বিচার হয়নি। আর সেই হামলার সঙ্গে জড়িত কুশীলবরা অবস্থান করছে দেশের বাইরে।

সংসদীয় কমিটির তদন্তে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা এ টি এম আমিন, ফজলুল বারী, শামসুল আলম খান ও সাবেক আইজিপি নূর মোহাম্মদকে বিচারের মুখোমুখি করার সুপারিশ থাকলেও তাদের কিছুই করা হয়নি। ২০১২ সালে জাতীয় সংসদে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেননের নেতৃত্বাধীন চার সদস্যের তদন্ত কমিটি।

২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষক ও আট শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটক হন আট শিক্ষক, এক কর্মকর্তা। দুদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত কয়েকশ জন আহত হয়। পরে ছাত্রদের আন্দোলনের মুখে দণ্ড পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে ২০০৭ সালের ১৪ ডিসেম্বর ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। ২০০৮ সালের জানুয়ারিতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ছেড়ে দেয় তত্ত্বাবধায়ক সরকার।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন মইন ইউ আহমেদ। নির্বাচনের পর তারা দুজনই দেশ ছাড়েন। বর্তমানে দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের দুজনকে সংসদীয় একটি কমিটি তলব করলেও তারা দেশে আসেননি বলে জানায় সংসদ সচিবালয় সূত্র।

ফখরুদ্দীন ও মইন দেশ ছেড়ে চলে যাওয়ায় বিচারের মুখোমুখি হওয়া থেকে পার পেয়ে গেছে বলে মনে করেন সেসময় কারান্তরীণ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যে সময় নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করিনি। যারা গণতন্ত্র ধ্বংস করে দেশকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করেছিল তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা জরুরি ছিল বলে আমি মনে করি।’

নির্যাযাতনের শিকার এঞ্জেল বলেন, ‘সে দিনগুলোর কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো ভাসতে থাকে। রাবার বুলেট, কাঁদুনে গ্যাস আর আহত রক্তাক্ত ছাত্রদের আহাজারি। সর্বোপরি সেনা ও পুলিশ বাহিনীর আগ্রাসী ভূমিকা আমাকে বাধ্য করেছিল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এই আন্দোলনটি স্বতঃস্ফূর্ত ও সফল আন্দোলন ছিল। স্বতঃস্ফূর্ত এই কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রদের ওপর সেনা নির্যাতনের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এমনকি কলেজগুলোতে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, ছাত্র শিক্ষক ছাড়াও সাধারণ জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করাটা ছিল চোখে পড়ার মতো। আর এ আন্দোলন সফল এ কারণে যে আন্দোলনের মুখে সেনাবাহিনী তাদের সেনাক্যাম্প ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।’

উদিসা ইসলাম
বাংলা ট্রিবিউন

Leave a Reply