গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও জরিমানা

গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছন্ন করা হয়েছে। সোমবার দিনভর উপজেলাটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত তিতাস গ্যাসের অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করে অর্থদন্ডাদেশ দেয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস সন্ধ্যায় জানান, বালুয়াকান্দি এলাকায় নাইট-মুনমুন ও আইমা হাইওয়ে রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সঞ্চালন লাইন উচ্ছেদ করে প্রতিষ্ঠান দুটিকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। বাউশিয়া এলাকার উজান-ভাটি হাইওয়ে রেস্টুরেন্ট, বাউশিয়া কমিউনিটি সেন্টার ও বাউশিয়া সেন্টার নামের তিনটি প্রতিষ্ঠানের অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করা হয়। এ ছাড়া পুরান বাউশিয়া মাদ্রাসা সড়কের পাশে আবাসিক অবৈধ সংযোগ বিছ্ছিন্ন করা হয়।

এতে প্রায় সহস্রাধিক রাইজার বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস নাররায়ণগঞ্জের সোনারগাঁ কার্যলয়ের ব্যবস্থাপক আব্দুল মোমেন তালুকদার ও উপ ব্যবস্থাপক মশিউর রহমান জানান, একটি চক্রের সহায়তায় এই অবৈধ সংযোগ গ্রহন করে।

জনকন্ঠ

Leave a Reply