আরিফ হোসেন: শ্রীনগরে ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে। স্থানীয় সালিশদাররা গভীর রাতে ঘটনাটি সালিশ মিমাংসার মাধ্যমে রফা করেছে বলে অভিযোগ উঠেছে। একারনে পরিবারটি থানায় মামলা করতে পারেনি।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সারে নয়টার দিকে উপজেলার তন্তর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরে বাইরে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের বখাটে নজরুল ইসলাম উরফে বাবু মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ঝোঁপে নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়েটিকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন বখাটে বাবুকে আটক করে। ঘন্টাখানেক পরে বখাটের বড়ভাই মাসুম বেপারি বিচারের আশ্বাসে লোকজন নিয়ে বাবুকে ছাড়িয়ে নেয়। ভূক্তভোগী মেয়েটির পরিবারের লোকজন ওই রাতে থানায় মামলা করতে চাইলে সমাজপতিরাদের বাধার মুখে তা ভেস্তে যায়।
পরে রাত বারটার দিকে স্থানীয় ইউপি মেম্বার আ: কুদ্দুছ, গ্রাম্য সালিশদার হৃদয় পাইক, কামাল শেখ, আব্দুর রশিদ শেখ, জয়নাল হাওলাদার, ভুট্টুখাসহ ১০/১২জন সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করেন। এ ব্যাপারে ইউপি মেম্বার আঃ কুদ্দুছ বলেন, রাত বারোটার পর কি হয়েছে জানিনা। তবে ঘটনার পর মেয়ের বাড়িতে আটক বাবুকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, মেয়েটিকে মারধরের ঘটনা ঘটেছে।
শ্রীনগর থানার ওসি মোঃ সাহিদুর রহমান বলেন, ধর্ষণ সংক্রান্ত বিষয়ে সালিশ বৈঠকে আপোষ করার সুযোগ নাই। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply