সিরাজদিখানে ভূয়া মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছুদিন যাবৎ ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজদিখান উপজেলা কমান্ডের আয়োজনে গতকাল রবিবার দুপুরে উপজেলা সংসদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ব্যাপক আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, যারা ভূয়া মুক্তিযোদ্ধা তাদের ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা কিভাবে মুক্তিযোদ্ধা হল, তাদেরকে কারা সহযোগিতা করে গেজেটে নাম উঠিয়েছে। তারা মিথ্যা দিয়ে দেশের অর্থের বিরাট একটা অংশ হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। আমরা যাচাই বাছাই করে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরকৃত নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করব।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জহিরুল আলম বিমল, মোতালেব দেওয়ান, মো. সামসুল হক বেপারী প্রমুখ।
জনকন্ঠ
Leave a Reply