সিরাজদিখানে বাল্য বিবাহ বন্ধ করে দিল এসিল্যান্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন। এ ঘটনায় কনের পিতা ও ফুপাকে ১৫ দিন করে জেল দিয়েছে শাহিনা পারভীনের ভ্রাম্যমান আদালত। রবিবার উপজেলার উত্তর পাথরঘাটে গ্রামে এ ঘটনা ঘটে।

আদালতটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ময়না আক্তার (১৩)-এর বিয়ের দিন ধার্য ছিল রবিবার। কনের বাবা বাসাইল ইউনিয়নের উত্তর পাথর ঘাটা গ্রামের আক্কেল আলী মেয়ের বিয়ে উপলক্ষে ব্যাপক আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানে মেয়ের ফুপা মো. মিলনসহ অন্যান্য আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন। প্রশাসন খবর পেয়ে কনের পিতা আক্কেল আলীকে এই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু আক্কেল আলী ও মেয়ের ফুপা মো. মিলন এ সময় বিয়ে বন্ধ করবেনা বলে নির্বাহী ম্যাজিষ্টেটের সাথে খারাপ আচরন করে। নির্বাহী ম্যাজিষ্টেট কনের পিতা আক্কেল আলী ও ফুপা মো. মিলনকে আটকের নির্দেশ দেন পুলিশকে। পুলিশ দু’জনকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাধ্যমে তাদের দু’জনকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দেয়া হয়।

জনকন্ঠ

Leave a Reply