মুন্সিগঞ্জে সালিশি বৈঠকে ২৪ শিশু ও কিশোরকে বেত্রাঘাতের ঘটনায় হাসান নামের একজনকে ২ দিনে রিমান্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালততে আসামী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করলে র্দীঘশুনানির পর বিচারক মোঃ হায়দার আলী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, বিচারের নামে শিশু ও কিশোর দের উপর অমানষিক নির্যাতন মামলার অন্যতম আসামী হাসানকে জিজ্ঞাসাবাদেও জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাকে দুইদিনে রিমান্ড মঞ্জুর করেছেন ।
উল্লেখ্য ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার বাগবাড়ীর ২৫ থেকে ২৫ বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করার লক্ষে নৌ-ভ্রমনে গেলে সেখান থেকে আরাফতার হোসেন নামেন একজন নিখোজ হন। নিখোজের দুইদিন পরে শনিবার রাত ৯ টায় ইছামতি নদী থেকে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ।
সে ঘটনায় সামাজিক ভাবে বিচার সালিশিতে ২৪ শিশু ও কিশোরকে জন প্রতি ২৫ টি বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন স্থানীয় পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। বিচারে ২৪ শিশু ও কিশোরকে অমানবিক ভাবে বেত্রাঘাত করে ঘুরতর আহত করে। পরে বেত্রাঘাতে ঘটনায় এক শিশুর বাবা চেয়ারম্যান গোলাম মোস্তফা কে প্রদান আসামী করে মামলা দায়ের কারেন। সে মামলায় গ্রেফতার হান হাসান।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply