শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আরিফ হোসেন: শ্রীনগরে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে ঢাকা-দোহার সড়কের পাশে রাঢ়িখাল চেয়ারম্যান বাড়ী এলাকার একটি ডোবা থেকে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। সকালে ডোবার মধ্যে লশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

শ্রীনগর থানার এসআই কালাম জানান, লাশের পড়নে কালো রংয়ের চেক শার্ট রয়েছে। লাশের চেহারা পচে বিকৃত হয়ে গেছে। ধারনা করে হচ্ছে বেশ কিছু দিন আগে অন্য কোথাও হত্যা করে এখানে লাশটি ফেলে গেছে দুবৃত্তরা।

Comments are closed.