গজারিয়ায় একটি ব্যাগ তৈরির কারখানায় কিটনাশক খেয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত ডার্চবাংলা প্যাক লিমিটেডে নামে কারখানায় এই ঘটনাটি ঘটে। ঐ নারী শ্রমিকের নাম সুমাইয়া (১৭) সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ এলাকার মো: হুমায়ুন কবিরের মেয়ে।
সে নারী শ্রমিক হিসেবে ডার্চবাংলা প্যাক লিঃ কারখানার মেয়েদের কোয়াটারে থেকে প্রায় চার বছর যাবৎ চাকরি করে আসছিল। সুমাইয়ার সহকর্মীরা জানায়, প্রায় তিন বৎসর যাবৎ একই কারখানার শ্রমিক সোহাগ মিয়ার সাথে তার সম্পর্ক ছিল। কয়েকদিন যাবৎ তার সাথে বনিবনা না হওয়ায় ক্ষুভে কিটনাশক খেয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে ডা: পাপড়ি নাসরিন তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে রেফার্ড করলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইউপি মেম্বার মহসিন মিয়া জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কারখানার কর্তৃপক্ষ মৃতদেহটি শুক্রবার ভোর রাতে এলাকার ইউপি মেম্বার ও থানা পুলিশকে না জানিয়ে দাফন করে ফেলে। এ ঘটনায় এলাকায় চরম উক্তেজনা বিরাজ করছে।
মুন্সিগঞ্জ নিউজ