শ্রীনগরে ইভটিজারের ৬ মাসের কারাদণ্ড

মোজাম্মেল হোসেন সজল: জেলার শ্রীনগর উপজেলার কল্লীগাঁও এলাকায় শুক্রবার বিকেলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ (১৯) নামে এক ইভটিজারের ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিকেল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার ইউএনও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মারমা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইভটিজার পারভেজ কল্লীগাঁও এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, শ্রীনগর পাইলট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ও কল্লীগাঁও এলাকার আজাহরের মেয়ে সীমাকে শুক্রবার সকালে উত্ত্যক্ত করে ইভটিজার পারভেজ। স্কুল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিকেলে ইভটিজারকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ইভটিজারের ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

পূর্ব পশ্চিম

Comments are closed.