মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর ফেরিঘাট এলাকার ধলেশ্বরী নদীতে আজ রোববার বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, অজ্ঞাতনামা যুবকের মরদেহ ধলেশ্বরী নদীতে ভেসে উঠলে এলাকাবাসী খবর দিলে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মরদেহটি পচে গলে বিকৃত হয়ে গেছে। পরনে সাদা প্যান্ট ও কালো গেঞ্জি ছিলে। মরদেহটি ১০-১২দিন আগের হবে বলে জানিয়েছেন।
বিডিলাইভ
Leave a Reply