মুন্সীগঞ্জে হাত ধোয়া দিবস পালিত

মুন্সীগঞ্জে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘উন্নত স্যানিটেশন, স্স্থু জীবন’ শ্লোগানে জাতীয় স্যানিটেশন মাস এবং হাত ধোয়া দিবসে র্যা লী ও আলোচনা সভার আযোজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে রযাক লিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা হয়। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহা. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আরও আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শেখ সাদী রহমতউল্লাহ, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী। জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ এই আয়োজনে অনুষ্ঠানের মাঝেই হাত ধোয়া এবং সাবান ব্যবহারের কৌশল দেখানো হয়।

জনকন্ঠ

Leave a Reply