মাদক বিক্রেতার বাড়ি থেকে রামদা-চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার

মোঃ রুবেল ইসলাম: উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে মাহমুদপট্টি এলাকায় আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ো সিকদারের (৩৫) বাড়ি থেকে ১টি রামদা, ২টি চাপাতি ও ১টি চাইনিজ কোরাল উদ্ধার করেছেন পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারে নি।

(শ্রীনগর সার্কেল) পুলিশ সুপার মোঃ সামচুজ্জামান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদকের নীল ডংসনে জর্জরিত হয়ে পরেছে মাওয়ার যুব সমাজ। প্রশাসনের চোখের আরালে সর্বনাশা মাদক বিস্তার করেছে এক শ্রেনীর অসাধু চক্র। লৌহজংয়ের শান্তিপূর্ণ সমাজের রন্ধে রন্ধে আজ ভয়াল মাদকের বিস্তার। এ বিষয়টিকে কেন্দ্র করে গত রোববার মাওয়া বাজার মাঠে আয়োজিত মাদক বিরোধী ও কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ”ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ বিকেল থেকে এ গ্রামে কয়েকটি মাদক বিক্রির স্পটে অভিযান চালায় পুলিশ।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply