ভুয়া চিকিৎসক আটক, এক লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে নজরুল ইসলামের মালিকানাধীন নিউ মর্ডান ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লামইয়া সাইফুল মুন্সীগঞ্জ শহরের সদর হাসপাতালের অপর পাশে নিউ মর্ডান ডায়াগনোষ্টিক সেন্টারে এ অভিযান চালায়।

মর্ডান ডায়াগনোষ্টি সেন্টারের মালিক নজরুল ইসলাম জানান, ওনি একজন ফিজিও থেরাপিষ্ট রোগীদের ব্যায়াম করান। তার ডিপ্লোমা করা আছে। নামের আগে ডাক্তার লাগানোর ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশের সবখানেই এর রকম নামের আগে ডাক্তার লাগায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লামইয়া সাইফুল জানান, সে আসলে ডাক্তার নয় ভূয়া ডাক্তার। ডাক্তারের পরিচয় দিয়ে চিকিৎসার ব্যবস্থাপত্র দিচ্ছেলেন। তার ডিপ্লোমা করা আর ডিপ্লোমা করা কেউ রোগীদের চিকিৎসা দিতে পারেনা। এ কারনে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাপ্রেস

Leave a Reply