রাজধানীর গুলিস্তান পার্কের পাশে মাটি ভর্তি একটি ট্রাকের ধাক্কায় এ বি মিজানুর রহমান (৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের হাজী মো. আলীর ছেলে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মিজান রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। রাতে দায়িত্ব পালনে গুলিস্তানে যাওয়ার সময় গুলিস্তান পার্কের কাছে একটি মাটির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। মো. ইব্রাহীম নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সোয়া একটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মিজান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন বলেও জানান ওসি।
আমাদের সময়
Leave a Reply