শ্রীনগরে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিটুল ডাকাতি মামলায় গ্রেপ্তার

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ
আরিফ হোসেন: শ্রীনগর উপজেলার ভ্যাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার বাইপাস মোড় থেকে ডিবি ও শ্রীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনির হোসেন মিটুলকে গ্রেপ্তারের খরব মূহুর্তে উপজেলার সর্বত্র ছড়িয়ে পরে। বেলা এগারটার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছনবাড়ী বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ করে রাখে।

এসময় রাস্তার দুপাশে প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধ ভেঙ্গে দেয়। পুলিশ জানায়, মনির হোসেন মিটুলের বিরুদ্ধে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে গরুর ট্রলারে ডাকাতির অভিযোগ রয়েছে। গত কোরবানীর ঈদের আগে ভাগ্যকূল এলাকার পদ্মা নদীতে গরু বোঝাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে।

এঘটনায় সিরাজ গঞ্জের গরু ব্যবসায়ী নুর জামান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামল নং-৩ তারিখ ৬/৯/২০১৬ ইং। ঐ মামলায় দুজন আসামী ১৬৪ ধারায় জবানবন্দিতে মিটুলের নাম উল্লেখ করেছে। মনির হোসেন মিটুল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ০৫ নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী। আজ তার মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল।

Leave a Reply