মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরায় বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই গ্রুপের ৫ জন আহত হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজে ক্রাম বোর্ড খেলা নিয়ে বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সকাল ১১ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে প্রথম বর্ষের ছাত্র ইমন সরকার গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। পরে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
আহত ইমন আবিরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন সরকারের ছেলে। বাকি আহত ছাত্ররা স্থানীয় বিভিন্ন হাস্পাতালে চিকিৎসা নিয়েছে।
বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সামছুল হক জানান, ক্রামবোর্ড খেলাকে কেন্দ্র করে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রথম বর্ষের ছাত্র ইমন গুরুতর আহত হয়।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাপ্রেস
Leave a Reply