শ্রীনগরে বিএনপির একাংশের বিরুদ্ধে বিজয় দিবস অবমাননার অভিযোগ

আরিফ হোসেন: শ্রীনগরে ১৫ ডিসেম্বর রাতে শহিদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবস অবমাননা করেছে বলে বিএনপির একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সারে এগারটার দিকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শহিদুল ইসলাম- আবুল কালাম কানন গ্রুপের পক্ষ থেকে ফুলের তোরা দেওয়া হয়। এই গ্রুপের অনুসারী যুবদল ও ছাত্র দলের একাংশের পক্ষ থেকেও শহিদ মিনারে দুটি ফুলের তোরা দেওয়া হয়। এসময় ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষমান উপজেলা নির্বাহী কর্মকতা, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে বিএনপির ১৫ ডিসেম্বর ফুল দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

এসময় শহিদ মিনারে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন-অর-রশিদ অভিযোগ করেন বিএনপি ১৫ ডিসেম্বর শহিদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবসের অবমাননা করেছে। তারা যে স্বাধীনতায় বিশ্বাষ করেনা তা আরেকবার প্রমান করেছে। বিএনপির আলহাজ্ব মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপের নেতা কর্মীরা রাত বারটার পরে ফুল দিতে এসে উপস্থিত লোকজনের মন্তব্য শুনে লজ্জায় পরেন। এসময় কেন্দ্রিয় যুবদল নেতা তাজুল ইসলাম বলেন, ১৬ ই ডিসেম্বর জাতীয় অনুষ্ঠান। এই দিনে এমন কর্মকান্ডে বিএনপি নেতা হিসাবে লজ্জায় ফেলেছে। এব্যাপারে বিএনপির ওই গ্রুপের নেতারা দাবী করেন যাদেরকে ফুল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বুঝতে না পেরে ভুল করেছে।

Leave a Reply