সিরাজদিখানে স্কুল ছাত্রকে হত্যার আসামী ছেড়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার লত্বদী ইউনিয়নের বাহার আলিফ (১৪) নামের এক স্কুল ছাত্রকে নির্মমভাবে ছুড়িকাঘাতে হত্যার আসামী ছেড়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মাওয়া মহাসড়কের মুচিয়ামোরা কলেজ গেট মানবন্ধন, বিক্ষোভ মিছিল করেছে সহপাঠি ও এলাকাবাসী।

ঘন্টা ব্যাপি এই মানবন্ধনে আলিফ এর সহপাঠিসহ এলাকার নারী পুরুষ অংশ গ্রহন করে। এই মানবন্ধনে অংশ গ্রহন কারীদের দাবী ছেড়ে দেওয়া আসামীদের গ্রেফতার করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আলিফের এলাকাবাসী জানায়, আমরা তিন আসমী দরে পুলিশের হাতে তুলে দিলে তারা পরে আসামীদের কি কারনে ছেড়ে দেয় তাও আমরা জানি না।

নিহতেন চাচা জহিরুল মুক্তি বলেন পুলিশ টাকার বিনিময়ে ৩ আসামি কে ছেড়ে দিয়েছে। বিক্ষোভে অংশগ্রহন কারিরাদের পুলিশ কেন ৩ আসামি কে ছেড়ে দিল।

এসময় মানবন্ধনে উপস্থিত ছিলে জাতীয় মানবঅধীকারের চেয়ারম্যা নজরুল ইসলাম তামিজি, কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আসরাফ আলী,সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান। পুলিসের উধতন কতিপক্ষের আস্বাশে মানবন্ধনটি সমাপ্ত হয়।

উলেক্ষ্য নিহত বাহার আলিফের ক্ষত বিক্ষত লাশ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সিরাজদিখান থানা পুলিশ উদ্ধার করে। উপজেলার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে পুলিশ।

স্বাধীনবাংলা২৪

Leave a Reply