শ্রীনগরে নামাজ পড়া নিয়ে সংঘর্ষ: আহত ১০

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পাটাভোগ গ্রামে মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত হয়েছেন ১০ জন। ৬ জানুয়ারি শুক্রবার দুপুর ১টার দিকে পাটাভোগ মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদে ইমামের পিছনে দাড়িয়ে নামাজ পড়া নিয়ে মো: রাজু ও শো ফারুক এর মধ্য কথা কাটাকাটির এক প্রর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয় । গুরুতর অবস্থায় মো: ফারুক (৫৫) ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এবং হাসপাতালে গিয়ে দেখা গেছে ৩ জন আহত আছে। এ বিষয়ে কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত অবস্থায় গ্রহন করা হবে।

বিডিলাইভ

Leave a Reply