গানই যার ভুবন, তার বছর তো গানে গানেই শুরু হবে। হ্যাঁ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ তার নতুন বছর শুরু করলেন গানে গানেই। শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন একটি গানের ভিডিও।
রোববার (১৫ জানুয়ারি) হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়।
‘তুমিহীনা’ শিরোনামের এ গানের কথা লিখেছেন সঙ্গীতশিল্পী মিনার রহমান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব নিজেই।
স্কটল্যান্ডের মনোরম দৃশ্যে শুটিং হয়েছে গানটির। ভিডিওচিত্রের নির্দেশনায় ছিলেন তোফায়েল রশিদ। মডেল হিসেবে ছিলেন শিল্পী নিজেই।
পূর্ব পশ্চিম
Leave a Reply