মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েল সরকারকে চাঁদাবাজির মামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মর্নিং সান হোটেলের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার স্থানীয় এক ব্যবসায়ী গজারিয়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মর্নিং সান হোটেলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় মর্নিং সান হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবীব উল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক আল-আমিন প্রধানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
এ সময় বক্তারা বালুয়াকান্দি ইউপির জুয়েলকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। কর্মসূচিতে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
এনটিভি
Leave a Reply