মাছ কিনতে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নূর পুকুরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুলাল বর্মণ (৪২) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা নারদ বর্মণ জানান, বাগিয়া বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দিঘীরপাড় এলাকায় মাছ কিনতে যাচ্ছিল তাঁর ছেলে দুলাল বর্মণ। নূর পুকুরপাড় এলাকার ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে গেলে দিঘীরপাড় ট্রান্সপোর্টের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। সেখানেই তাঁর ছেলে মারা যায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবিব ইবনে আবদুল্লাহ জানান, সকাল ১০টার দিকে দুলাল বর্মণ নামের একজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান। মরদেহটি হাসপাতালের মর্গে আছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, বাসটি আটক করা যায়নি। চালককে আটকের চেষ্টা চলছে।

এনটিভি

Leave a Reply