বালুয়াকান্দিতে বন্ধুর হাতে বন্ধু খুন!

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মো. আরিফ হোসেন (২৮)।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বালুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর সন্দেহভাজন মো. শরীফ মিয়া (২৭) পলাতক।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুজনের বাড়ি বালুয়াকান্দি গ্রামে।

স্বজনদের বরাত দিয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই। মো. শরীফ মিয়া ও মো. আরিফ হোসেন দুজনেই ভালো বন্ধু ছিলেন। ২০০ গজ দূরত্বে দুজনের বাড়ি। আমরা আশপাশের স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, এখনো খুনের সঠিক কারণ পাইনি।’ তিনি বলেন, শরীফ মিয়াকে ধরতে অভিযান চলছে। মরদেহটি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

নিহত আরিফের বাবা-মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে দুই বন্ধুকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। বিকেলেও তারা একসঙ্গে ছিল।

এনটিভি

Leave a Reply