মুন্সিগঞ্জে প্রতিবেশির জগড়ায় ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার গোয়ালঘূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো সালাম হাওলাদার (৬০), রোসনে আরা (৫০) ও রিপন (৩০)। এদের মধ্যে রোসনে আরা (৫০) গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
ঘটনার বিবরণে রিপন জানান, খোরশেদ মিয়ার বাড়ির দুগন্ধযুক্ত ময়লা আমাদের বাড়ির উঠান দিয়ে গড়ে পড়ে। এ বিষয়টি আমাদের প্রতিবেশী খোরশেদ মিয়াকে বলা হয়। তারা বিষয়টিকে কোন গুরুত্ব না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। কথাকাটাকাটির একপর্যায়ে খোরশেদ মিয়ার ছেলে রমজান (৪৫), হান্নান (৩০) ও মিন্টু (২৫) রড নিয়ে এসে আমাদেরকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে করে আমি, আমার বাবা ও মা গুরুতর আহত হই।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ইফতিয়ার ইরফান জানান, রোগীর চোখে প্রচন্ড আঘাত লেগেছে। এতে রক্ত জমাট বেঁধে ফুলে উঠেছে। চোখের উপর আঘাতের কারণে মাথায়ও ব্যাথা পেয়েছে। আঘাত বেশি হওয়ার কারণে আমাদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে আহত রোগীর কাছে হাসপাতালে গিয়েছিলাম। রোগীর কাছে কথাগুলো শুনেছি। তদন্ত করে মামলা নেওয়া হবে।
ক্রাইম ভিশন
Leave a Reply