লৌহজংয়ে ১০০ মন জাটকাজব্দ

মোঃ রুবেল ইসলাম তাহমিদ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায়আজ শনিবার সকালে ১শ” মন জাটকাজব্দকরেছে কোষ্টগার্ড।বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের মাদরাসা, এতিমখানা ও গরীবদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। কন্টিনজেন্ট কমান্ডার কোস্টগার্ড (মাওয়া)মো. ইব্রাহীম খলিল জানিয়েছেন,রাত ১২ টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।এ সময় ফেরিতে পার হয়ে আসা একটি বাসে তল্লাসী চালিয়ে বক্স ও ছাদ থেকে ১৫টি ঝুড়িতে অনুমান ৪,০০০ হাজার কেজি জাটকা জব্দ করেন। পরে এগুলো সাংবাদিক ও লৌহজংউপজেলার মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply