আব্দুল্লাহপুরে ৪ দিন ধরে এক যুবক নিখোঁজ

মো. জাফর মিয়া: আব্দুল্লাহপুরে ৪ দিন ধরে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ফয়সাল (১৮) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। গত রবিবার বিকাল ৩ টায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ ফয়সাল জেলার টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের তাজু মোল্লার ছেলে। এ বিষয়ে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার টঙ্গিবাড়ী থানায় ৯৩৪ নংয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজ ফয়সালের মা শাহানাজ বেগম বলেন,গত রবিবার অটো চালানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় ফয়সাল । তার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফয়সালকে পাওয়া যায়নি। তিনি তার ছেলেকে ফিরত পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ফয়সাল নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি পাওয়া গেছে। আমরা ফয়সালকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply