সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় একটি দোকানের তালা কেটে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। শনিবার গভীর রাতে মায়ের দোয়া কনফেকশনারী এন্ড ভ্যারাাইটিজ ষ্টোরে এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।
মায়ের দোয়া দোকানের মালিক শাহাদাৎ হোসেন জানান, শনিবার রাত সারে ১১ টায় দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন গতকাল রবিবার সকালে দোকান খুলতে এসে দেখি এক সাটারের তালা ভাঙ্গা। দোকানের ভীতরে প্রবেশ করে দেখি, দেশী-বিদেশী কসমেটিক্স, শিশু খাদ্য বিভিন্ন প্যাকেটজাত দুধ, বিভিন্ন কোম্পানীর সোয়াবিন তেলের ২ লি. থেকে ৫ লিটারের বোতল এবং মোবাইল রিচার্জ কার্ডসহ অনেক মালামাল নেই। সব মিলিয়ে আমার ২ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। অনেক কষ্টে ২ বছরে দোকানটি সাঁজিয়েছিলাম। আমার পুঁজি শেষ করে দিয়েছে।
এলাকাবাসী ও কয়েকজন স্থানীয় দোকানদার জানান, মালখানগর চৌরাস্তায় রাত ১১ টা থেকে ভোর রাত পর্যন্ত পুলিশের একটি দল টহলে থাকে। ইদানিং পুলিশের টহল দেখা যায় না, এ কারণে চুরি কিছুটা বেড়েছে। গত কয়েকদিনে মালখানগর ইউনিয়নের তালতলা বাজার, কলেজ রোড এলাকা ও মালখানগর চৌরাস্তায় ঔষধের দোকান, স্বর্ণকারের দোকান, মুদি, এলপি গ্যাসের দোকান, ষ্টেশনারীসহ বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটেছে। একটি চোরও ধরা পরেনি।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস আই ফারুক জানান, শাহাদাৎ থানায় লিখিত ভাবে জানিয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। ঐ এলাকায় রাতে পুলিশ টহল থাকে।
এ ওয়ান
Leave a Reply