সিরাজদিখানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজদিখানে ঝড়-বৃষ্টিতে গাছপালা, ২০ টি ঘড়-বাড়ি, ২টি মসজিদসহ ফসলের ব্যাপক তি হয়েছে। গতকাল রবিবার রাত ১০ টার দিকে ঝড় শুরু হয়। ২ ঘণ্টাব্যাপী এই ঝড়ের পর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের নূরুল ইসলাম, লাল মিয়া, রামকৃষ্ণদী গ্রামের টকি বেগম, আব্দুল জলিল, হাজী জাহাঙ্গীর, ফিরোজ মিয়া, মনির মৃধা, সুবাস রায়, মো. মনির খানের ঘর ভেঙ্গে যায়। এছাড়া রামকৃষ্ণদী বাজার মসজিদের চাল ও নতুন ভাষান চর মসজিদের চাল উড়ে যায়।

সিারাজদীখান উপজেলার নির্র্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম জানান,বিষয়টি আমি অবগত হয়েছি,স্থানীয় চেয়ারম্যান,নেতৃবৃন্দ,উপজেলা প্রকপ বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে সাহায্য সহযোগীতা করবো ।

ক্রাইম ভিশন

Leave a Reply