মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে কীটনাশক খাইয়ে গবাদিপশু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) গভীর রাতে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের রিকশাচালক আবদুল খালেক মিয়ার গরু দুটিকেকীটনাশক খাইয়ে দেয় দুর্বৃত্তরা। হলিস্টন ক্রস (হোলেন্ডিয়া) প্রজাতির গরু দুটির মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন আবদুল খালেক।
আবদুল খালেক মিয়ার ভাতিজা হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তার চাচার সঙ্গে জমিজমা নিয়ে এলাকার কয়েক ব্যক্তির বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তাদেরই কেউ কীটনাশক খাইয়ে গরু দুটিকে মেরে ফেলেছে।
আবদুল খালেক মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গরুর ঘরে শব্দ শুনে বের হলে তিনজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। গোয়ালঘরে গরুগুলো ছটফট করতে থাকলে পশু চিকিৎসককে ডাকা হয়। পশুচিকিৎসক জানান, গরুগুলো মারা গেছে।
এ ঘটনায় সহকারী পশু ডা. মোহাম্মদ নূর হোসেন রনি জানান, কেরির ট্যাবলেট (কীটনাশক) খাওয়ানোর ফলে গরু দুটি মারা গেছে।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দ্য রিপোর্ট
Leave a Reply