জেনারেল হাসপাতালে চিকিৎসককে মারধর

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট শেখ মো. মুনির উদ্দীনকে মারধর করেছেন এক রোগীর ছেলে ও তাঁর সঙ্গীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে জেনারেল হাসপাতালের চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মুন্সীগঞ্জ শাখা আগামীকাল বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসা বাদে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাকিব (২২) নামের এক তরুণ আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর অসুস্থ মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান গলার চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে যান। চিকিৎসক রোগীকে অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনায় রাকিব অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন সঙ্গী নিয়ে হাসপাতালে এসে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের ওপর হামলা চালান।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাখাওয়াত হোসেন জানান, হামলার ফলে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীন চোখে আঘাত পেয়েছেন। বহিরাগতরা কোনো কারণ ছাড়াই হাসপাতালে ঢুকে এমন অনাকাঙ্ক্ষিত কাজ করলে চিকিৎসকদের দায়িত্ব পালন হুমকির মধ্যে পড়ে যাবে। হামলার প্রতিবাদে আগামীকাল তাঁরা মানববন্ধন ও এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন।

ওসি ইউনুচ আলী জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে রাকিবের সহযোগীকে মিঠুকে আটক করেছে পুলিশ। অন্য হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

এনটিভি

Leave a Reply