৫০ শিক্ষার্থীর মাঝে তরুণ লেখক মাহবুব আলম জয়ের বই বিতরন

মুন্সীগঞ্জ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ৫০ মেধাবী শিক্ষার্থীকে বুধবার সকালে তরুন লেখক মাহবুব আলম জয়ের লেখা মুন্সীগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা বই বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন রামপাল যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: এনামুল হক সাইফুদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা: কাজী বেলায়েত হোসেন, সিনিয়র শিক্ষক মো ইসলাম হাওলাদার, অমিয়কুমার,শিক্ষিকা ফাতেমা বেগম,শান্তি রাণী ও পারভেজ হোসেন প্রমূখ।

আয়োজক কমিটির সভাপতি আতিকুর রহমান ফারুকের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন বইটির লেখক মাহবুব আলম জয়, সসংগঠনটির সহ-সভাপতি শাওন তালুকদার,মো: সোহেল শেখ,মো: সরল,যুগ্ম সাধারন সম্পাদক শিপন ঢালী,সদস্যদের মধ্যে মো: রাকিব,শিশির,অনিক হাসান,আকিব বেপারী,সিয়াম খান,সাজ্জাদ মিজি,জি এম শান্ত, আদর ও মো: সাইফুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির সকল শ্রেণীর সকল শাখার প্রথম হতে তৃতীয় পর্যন্ত ৫০ শিক্ষার্থীকে পুরুষ্কার হিসেবে মুন্সীগঞ্জ জেলার ইতিহাসের বই দেয়া হয়। রামপাল যুব উন্নয়ন ফোরাম নামের এই সংগঠনটি এছাড়াও এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা,শিক্ষা উপকরন বিতরণসহ নানান সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।

আলোকিত মুন্সিগঞ্জ

One Response

Write a Comment»
  1. কি বিষয়ে বইটি লেখা হয়েছে তা জানতে ইচ্ছা করছে।

Leave a Reply