লৌহজংয়ের পদ্মায় জাটকা ও কারেন্ট জালসহ আটক ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা মাছ ধরার অপরাধে তিন ব্যক্তিকে আটক করেছে মাওয়া নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ৩ মন জাটকা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম, আজ বুধবার ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ জাটকা মাছ ধরার অপরাধে ঢাকার দোহারের জাহানারাবাদ এলাকার তিন হালট নামক গ্রামের শাহানাল হালদারের পুত্র মো. ইউনুছ হালদার(২৫), নারায়গঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার এলাকার নুনের টেক গ্রামের মৃত রজব আলীর পুত্র সাইদুর রহমান (৪০), একই এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মো. আলী মিয়াকে (৪৫) আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ মন জাটকা মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম শাহীন ভ্রাম্যমান আদাল পরিচালনা করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করলে তাদের ছেড়ে দেয়া হয়। এরপরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

জনকন্ঠ

Leave a Reply