রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম বিথী আক্তার (২৫)। শুক্রবার (৭ এপ্রিল) নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির দাবি, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন তিনি।
বিথীর স্বামী মো. নাসির উদ্দিনের ভাষ্য, ‘দুই দিন আগে আমার ছেলে মো. জোনায়েতের (২) জন্মদিনের অনুষ্ঠান হয়। এখানে আমার ছোট ভাইয়ের সঙ্গে বিথীর মনোমালিন্য হয়। ওই ঘটনার জের ধরে সে আত্মহত্যা করতে পারে।’
নাসির আরও দাবি করেন, শুক্রবার বিকালে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় বিথীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, বিথীর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে ঢামেকের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, বিথী আক্তারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নূরপর গ্রামে। যাত্রাবাড়ীর ধলপুরে লালমিয়ার বাড়ির চতুর্থ তলায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
বাংলা ট্রিবিউন
Leave a Reply