গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া উজান ভাটি হোটেলের পাশে বৃহস্পতিবার সকাল ১১টায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দূর্ঘটনা সংবাদ নিশ্চিত করেন গজারিয়া থানা ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, ফেনী থেকে ঢাকা গামী ইস্টার লাইন ঢাকা মেট্টো ব ১৪-৬২৭২ পরিবহনের দ্রুত গতির যাত্রীবাহী বাসটি একটি পিকআপকে ওভার টেকিং করতে গেলে নিয়ন্ত্রন হাড়িয়ে উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে । আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সূত্রে জানাযায় আশংকাজনক অবস্থায় চারজন সিরাজুল ইসলাম(৫৫), কিরন(৩২), ইরা(২৮), ফায়িজা(২৫)কে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এছাড়া আহত ইকবাল,সুদ্বীপ, ওমর ফারুখ, ইকবাল, রওশনআরা, হান্নান, দ্বীপকে প্রাথমিক চিকিৎসাদেয়া হয়।

গজারিয়া আলোড়ন

Leave a Reply